fbpx

সু চি’র দলের কার্যালয়ে সেনা তল্লাশি ও তছনছ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অবস্থিত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’র(এনএলডি) একাধিক কার্যালয় হামলা চালানো হয়। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মিয়ানমার সেনাবাহিনী কার্যালয়গুলোতে তল্লাশি চালানোর পর সেগুলো তছনছ করে।

সু চি’র দলের কার্যালয়ে সেনা তল্লাশি ও তছনছ

এনএলডি সদর দপ্তর। ছবি: সংগৃহীত

দেশটিতে হাজার হাজার মানুষ এনএলডিকে সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছে এবং এর মধ্যেই সু চি’র দলীয় দপ্তরে এ হামলার ঘটনা ঘটলো।

বিবিসি বার্মিজ বিভাগের পাওয়া তথ্য অনুযায়ী, ‘মিয়ানমারে সেনাবাহিনী মঙ্গলবার রাতে দরজা ভেঙ্গে এনএলডির সদর দপ্তরে প্রবেশ করে। তবে দলটির কোন নেতাকর্মী এসময় সেখানে ছিলেন না।’

তাদের অবস্থান সম্পর্কে এখনো কোন তথ্য প্রকাশ করা হয়নি এবং গত সপ্তাহে অভ্যুত্থানের পর থেকে সু চি’কে দেখা যায়নি।

এনএলডি তাদের ফেসবুক পাতায় লিখেছে, ‘সামরিক স্বৈরাচার সাড়ে নয়টার দিকে এনএলডি সদর দপ্তরে তল্লাশি ও তছনছ করেছে।’

তল্লাশি তখন ঘটলো যখন মিয়ানমারে কারফিউ চলছিল স্থানীয় সময় রাত ৮ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা।

 

Advertisement
Share.

Leave A Reply