fbpx

সু চির ৪ বছরের কারাদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ এনে ও করোনা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় সু চির নামে মামলা করা হয়। এই মামলায় তাকে চার বছরের সাজা দেওয়া হয়েছে। খবর বিবিসি

গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ৭৬ বছর বয়সী সু চি একজন নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন।

তার বিরুদ্ধে আরও ১১ টি অভিযোগ রয়েছে বলে জানা যায়।  তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

গত বছর মিয়ানমারের সাধারণ নির্বাচনে সু চির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে সামরিক বাহিনী তাকে  ক্ষমতাচ্যুত করে।

এরপর থেকে সু চিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীত, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করা এবং জনসাধারণের মধ্যে অশান্তি উসকে দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply