fbpx

সেন্সরশীপ পেলে বিজয় দিবসে মুক্তি পেতে পারে ‘লাল মোরগের ঝুঁটি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্মাতা নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে। সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেলে ১৬ই ডিসেম্বর অথবা ২৬ মার্চ সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে বলে জানান সিনেমার পরিচালক।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন নূরুল আলম আতিক। ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা এটি। বৃহস্পতিবার(২৮ অক্টোবর) বিকালে সেন্সর বোর্ডে সিনেমাটির প্রদর্শন চলছে বলে জানান সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক। ছবিটি দেখার পর সেন্সরের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটির শুটিং হয়েছে কুষ্টিয়া, টাঙ্গাইল ও গৌরিপুরের বিভিন্ন জায়গায়।

সিনেমাটি নির্মিত হয়েছে পাণ্ডুলিপি কারখানার ব্যানারে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুর এলাকার সাধারণ মানুষ।

Advertisement
Share.

Leave A Reply