fbpx

সেরা ছবির পুরস্কার পেল ‘ঊনপঞ্চাশ বাতাস’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে সেরা ছবির পুরস্কার পেল ‘ঊনপঞ্চাশ বাতাস’।

৯ দিনব্যাপী এই উৎসব শেষ হয় ২৪ জানুয়ারি। উৎসবের শেষ দিনই এই পুরস্কার ঘোষণা করা হয়। উৎসবের সমাপনী দিনে আয়োজকরা পুরস্কার তুলে দেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের হাতে।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগের পাশাপাশি নতুন দুটি বিভাগ যুক্ত হয়।

‘বাংলাদেশ প্যানারোমা’য় এ বছর দেখানো হয় মোট আটটি ছবি।

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি পরিচালনা, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানা, ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক ও ফারিহা শামস সেওতি সহ প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply