fbpx

সেরা পাঁচ ফোনের তালিকায় ভিভো  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২০ সালে বিশ্বের সেরা পাঁচ ফোনের তালিকায় স্থান করে নিয়েছে ভিভো। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) সম্প্রতি তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এই তথ্য উঠে আসে।

প্রতিবেদন বলছে, গত বছর ভিভো বাজারে ১১০ মিলিয়ন ফোন সরবরাহ করে। বাজারে ৮.৬ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রতিষ্ঠানটি সেরা ব্র্যান্ডের তালিকায় পঞ্চম স্থান দখল করে। সার্বিকভাবে নিম্নমুখী বাজারে প্রায় ১ শতাংশ প্রবৃদ্ধিও অর্জন করেছে ভিভো।

অন্যদিকে , চীনের বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিভো। আর ভারতে তৃতীয় এবং ইন্দোনেশিয়ার বাজারে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।

করোনার কারণে ২০২০ সালে মোবাইল ফোন বাজারের ৫.৯ শতাংশ পতন হলেও ২০২১ সালে আবারও জমে উঠবে মোবাইল ফোন বাজার। এমন আভাস দেয়া হয় আইডিসির প্রতিবেদনে।

বাংলাদেশে শীর্ষ ব্র্যান্ডগুলোর তালিকায় থাকা ভিভো চীনের স্মার্টফোন বাজারে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারতে রয়েছে তৃতীয় অবস্থানে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার বাজারে নেতৃত্ব দিচ্ছে বহুজাতিক এই প্রতিষ্ঠানটি।

Advertisement
Share.

Leave A Reply