fbpx

‘সেলিব্রেটি’ শব্দটিকে আমার গালি মনে হয়: মীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মীরাক্কেলের মীর এখন বাংলাদেশে, ঘুরছেন এখানে সেখানে, খাচ্ছেন অনেক অনেক! কখনও ছুটে যাচ্ছেন পুরান ঢাকার অলিতে গলিতে, কখনওবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেখানেই যাচ্ছেন সেখানকার খাবার চেখে দেখতে ভুলছেন না।

পুরান ঢাকার কাচ্চি যেমন খেয়েছেন চেটেপুটে, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভর্তা, কিংবা টিএসসির মরিচ চা, স্ট্রবেরি ভর্তা- বাদ যায়নি কিছুই। তবে মীর নির্দিষ্ট করে বলেন, ‘মরিচ চায়ের কথা আমি কোনদিনও ভুলবোনা।’

বাংলাদেশের গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মঙ্গলবার(২৯ মার্চ) রাজধানীর একটি রেস্তোঁরায়। সেখানে অকপট মীর আফসার আলী। নিজে একজন জনপ্রিয়, মেধাবী মানুষ। বাংলাদেশের যেখানেই যাচ্ছেন সবাই তাকে ঘিরে ধরছেন, সেলফি তুলছেন। এমনকি বিউটি বোর্ডিং এ তার সাথে সেলফি তুলতে মানুষের লাইন পড়ে গিয়েছিলো।

বাংলাদেশের এত এত মানুষের ভালোবাসায় আপ্লুত মীর। তবে এতকিছুর পরেও তিনি নিজেকে সেলিব্রেটি ভাবেন না।

এ বিষয়ে মির বলেন, ‘আমি একদমই নিজেকে সেলিব্রেটি ভাবি না। আমি খুব সাধারণ মানুষ। সেলিব্রেটি শব্দটিকে আমার গাল মনে হয়। আমার কাছে মানুষের ভালোবাসাই আসল।’

মীর একাধারে ভয়েস আর্টিস্ট, উপস্থাপক, অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার। এত গুণের সমন্বয় করেন কীভাবে? এই প্রশ্নের উত্তরে মীর বলেন, ‘আসলে আমরা শুধু শুধুই বলতে থাকি আমাদের হাতে সময় নেই। দেখবেন, যারা খুব সফল মানুষ, তারা সবই করেন। ঠিকমত, সময় বুঝে কাজ করলে সবই ব্যালেন্স করা সম্ভব।’

মীর আজ সফল একজন মানুষ। তাকে দেখে হাজার হাজার মানুষ অনুপ্রেরণা খুঁজে পায়, নতুন করে বাঁচতে শেখে। অথচ তিনিই কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন! অথচ আবার তিনি নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন, কাজ করছেন, লাখ লাখ মানুষকে বিনোদন দিচ্ছেন। বলা যায়, মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন।

Advertisement
Share.

Leave A Reply