fbpx

সোমবার ঢাকায় আসছেন বেলজিয়ামের রানী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বেলজিয়ামের রানী মাথিল্ডে সোমবার ঢাকায় আসছেন। জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে ৬-৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র ও জন কূটনীতি উইংয়ের মহাপরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানিয়েছেন।

সেহেলী সাবরীন বলেন, ‘বেলজিয়ামের রানী মাথিল্ডে জাতিসংঘ মহাসচিবের এসডিজি অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে ৬-৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আশা করছি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় ঢাকায় আর্জেন্টাইন দূতাবাস খোলার বিষয়ে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।’

৪-৫ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ আরেকটি উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে সেহেলী সাবরীন বলেন, ‘মালয়েশিয়ার নবগঠিত সরকারের পক্ষ থেকে মন্ত্রিপর্যায়ের প্রথম বাংলাদেশ সফর হিসেবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী একটি “ওয়ার্কিং ভিজিটে” ঢাকা সফর করবেন বলে আমরা আশা করছি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি২০-এর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে ব্রিফিংয়ের বক্তব্যে উল্লেখ করেন সেহেলী সাবরীন।

 

Advertisement
Share.

Leave A Reply