fbpx

‘উচ্ছ্বাস আছে যে কোনো কিশোর-কবির মতোই’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সোমেশ্বর অলি মূলত কবি। যদিও লোকে তাকে চেনে গীতিকার হিসেবেই। কবিতার খোঁজেই জীবনের এতটা পথ হেঁটে আসা। সেই কবিতার কাছেই ফিরলেন কবি।

২০২৩ সালের বইমেলায় প্রকাশ হলো এই কবির প্রথম কবিতার বই ‘কিছুটা উপর থেকে মানুষ দেখতে ভালো লাগে’।
দুইশ টাকা মূল্যের বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ঐতিহ্যর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। মাঝে মধ্যে প্যাভিলিয়নে দেখা মিলবে কবিরও।

প্রথম বই প্রসঙ্গে অলি বিবিএস বাংলাকে বলেন, ‌‌’কবি হতে চেয়ে ঘর ছেড়েছে, এমন লোকদের মধ্যে আমিও পড়ি। প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা, পড়াশোনার সূত্রে মফস্বল বা জেলা শহর পেরিয়ে লেখক সত্তাকে প্রতিষ্ঠিত করতে ঢাকায় আসা এবং দিন এনে দিন খাওয়া। একটা সময় পর্যন্ত চরম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়া। যে সময়টাতে অন্যরা প্রথম বই বের করে, আমি কীভাবে যেন সেই সময়টার ঝোঁক কাটিয়ে উঠেছিলাম। ততদিনে কবিতায়ও নিজের মতো নিরীক্ষার শুরু, নিজেকে ব্যর্থ ভাবছি, কিছু হচ্ছে না বলে নিজের সঙ্গে লড়াই করছি। এভাবে কবিতা জমতে থাকলেও বই করার মতো সাহস হারিয়ে ফেলি। একইসঙ্গে পেটের তাগিদে সাংবাদিকতা ও গান লেখায় ব্যস্ত হতে হতে বই প্রকাশ করতে কিছুটা দেরি হলো। এ নিয়ে আমার আক্ষেপ নেই বরং উচ্ছ্বাস আছে যে কোনো কিশোর-কবির মতোই।’

Advertisement
Share.

Leave A Reply