fbpx

সোহেল রানার চোখের অস্ত্রোপচার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলচ্চিত্র অভিনেতা সোহেল রানার চোখের অস্ত্রোপচার করা হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

১ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় এই অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।

তিনি গণমাধ্যমকে বলেন, আমার বাবাকে দেশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানকার চিকিৎসক অস্ত্রোপচার করার পরও সমাধান হয়নি। অপারেশনের পরেই চোখে কিছু জটিলতা দেখা দেয়। তাই দ্রুত অপারেশনের ব্যবস্থা নিতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘গতকাল রাতের ফ্লাইটে বাবাকে নিয়ে সিঙ্গাপুর এসেছি। আগামীকাল বিকেল ৩টায় অপারেশন। দেশে এসে ভুল অপারেশনের বিষয়ে কথা বলবো। এখন আমার বাবার জন্য দোয়া করবেন।’

প্রযোজক হিসেবে মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’ নির্মাণ করেন সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন কিংবদন্তি এই অভিনেতা। তিনি ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply