fbpx

সৌদিতে ঈদুল আজহা ২০ জুলাই  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায় নি। ফলে আগামী রবিবার (১১ জুলাই) জিলহজ মাস শুধু হবে। আর আগামী ২০ জুলাই, মঙ্গলবার দেশটিতে ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার (৯ জুলাই) সৌদির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে। গালফ নিউজ এমনটিই জানিয়েছে।

সৌদির সুপ্রিম কোর্ট জানিয়েছে, সৌদি আরবে ১০ জুলাই হবে জিলকদ মাসের শেষ দিন। ফলে জিলহজ মাসের দশম দিন অর্থাৎ আগামী ২০ জুলাই সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

গালফ নিউজ বলছে, বিশ্বের মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে জিলহজ মাসের দশম দিন ঈদুল আজহা উদযাপিত হয়।

এদিন সৌদির সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানায়। কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আদালতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরের দিন বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করে। সে হিসেবে আগামী ২১ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply