fbpx

সৌদি আরবে এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার এই মৃতু্দণ্ড কার্যকর করা হয়। দেশটিতে গেল এক বছরে মোট মৃত্যুদণ্ডের চেয়েও এই সংখ্যা বেশি। সংবাদমাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইয়েমেন ও সিরিয়ার নাগরিকও রয়েছে। তারা সন্ত্রাসবাদসহ নানা রকম ‘জঘন্য অপরাধের’ সাথে জড়িত ছিল। অভিযুক্তদের মধ্যে জঙ্গি গোষ্ঠী আইএস, আল কায়েদা ও হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যও রয়েছে বলে জানিয়েছে এসপিএ।

মোট ১৩ জন বিচারক অভিযোগ যাচাইবাছাই করে রায় দিয়েছেন। তারা তিন ধাপে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন।

দেশটিতে প্রায়ই অনেকে ন্যায় বিচার পান না বলে অভিযোগ করে বিভিন্ন মানবাধিকারগোষ্ঠী।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি আন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বে যে সব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার মধ্যে সৌদি আরব অন্যতম।

আর শীর্ষ পাঁচটি দেশের তালিকায় রয়েছে চীন, ইরান, মিশর ও ইরাক।

Advertisement
Share.

Leave A Reply