fbpx

সৌদি থেকে দেশে ফিরলেন ৫০ হাজার ৯৮৪ জন হাজি  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌদি আরব থেকে হজ পালন শেষে দেশে ফিরেছেন আরও ৩ হাজার ৭৪ জন হাজি। এ নিয়ে বুধবার পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৫০ হাজার ৯৮৪ জন হাজি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজের বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে জানানো হয়, ‌ ‘বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় আগত বিজি-১৩৫ ফ্লাইটের সম্মানিত হাজি সাহেবগণ ৪ আগস্ট স্থানীয় সময় রাত ১২:১০ মিনিটে জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৩৬ ফ্লাইটযোগে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।’

গত ১৪ জুলাই হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১১৭টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪৯টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত মোট ২৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুবরণ করেছেন।

বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

Advertisement
Share.

Leave A Reply