fbpx

সৌরজগতের রহস্যের সন্ধানে মহাকাশযান পাঠিয়েছে নাসা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌরজগতের রহস্য উন্মোচনে মহাকাশযান পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা- নাসা। বৃহস্পতি গ্রহের কাছে যেসব গ্রহাণু ঘুরে বেড়েচ্ছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এটি। আশা করা হচ্ছে, সৌরজগত কিভাবে তৈরি হয়েছে সেই রহস্য উন্মোচনে সাহায্য করবে এই অভিযান।

স্থানীয় সময় শনিবার, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেপ ক্যানাভেরাল থেকে ‘লুসি’ নামের এই মহাকাশযানটি উৎক্ষেপন করা হয়।একে বলা হচ্ছে ‘জীবাশ্ম খোঁজা’র অভিযান।

নাসার বিজ্ঞানীরা বলছেন, বৃহস্পতির কক্ষ পথে গ্যাসের যে বিশাল আস্তরণ আছে, সেখানে ঝাঁক বেধে ঘুরতে থাকা গ্রহাণুগুলো পর্যবেক্ষণ করবে লুসি। গ্রহগুলো গঠন হওয়ার সময় এসব বস্তু অবশিষ্টাংশ হিসেবে রয়ে গেছে। ট্রোজার নামে পরিচিত এসব গ্রহাণুর ভেতর সৌরজগতের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply