fbpx

স্কুলের পুরোনো ঘর ভেঙে ৫ শিক্ষার্থী আহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্কুলের পুরোনো টিনশেড ঘর ভেঙে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ১২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন, সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২) এবং অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

সূত্র বলছে, ওই বিদ্যালয়ের টিনশেড ঘরটিতে আগে ক্লাস নেওয়া হতো। কিন্তু পুরোনো টিনের ঘরটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যার ফলে পাশের একটি ভবনে স্কুলটির কার্যক্রম চালানো হতো। আজ দুপুরের দিকে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ টিনের ঘরটি ভেঙে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে স্থানীয়রা ও শিক্ষার্থীদের স্বজনরা বলছেন, পরিত্যক্ত এ ঘরটি ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি বার বার সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

Advertisement
Share.

Leave A Reply