fbpx

স্কুলে এসে করোনায় আক্রান্ত হওয়ার সত্যতা নেই : শিক্ষা উপমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্কুলে গিয়ে শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হওয়ার তথ্যের কোন সত্যতা নেই বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের পাহাড়তলীতে বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এক দিনের বেশি যেনো কাউকে স্কুলে আসতে না হয়, সেরকম একটা গাইডলাইন আমরা দিয়েছি।‘

স্কুলে এসেই করোনা আক্রান্ত হয়েছে, এমনটা সত্যি নয় জানিয়ে নওফেল বলেন, ‘করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে, এটার কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই। তারা স্কুলে না গেলেও তো অন্যান্য জায়গায় যাচ্ছে। আত্মীয়স্বজনের বাসা, বিনোদনকেন্দ্রসহ সবখানেই তো যাচ্ছে।’

উল্লেখ্য, বুধবার করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর মৃত্যু হওয়ার পর দেশব্যাপী আলোচনা শুরু হয়। পরবর্তীতে সুবর্ণা নামের ওই ছাত্রীর কোনো সমস্যা ছিল না বলে নিশ্চিত করে স্কুলটির প্রধান শিক্ষক।

Advertisement
Share.

Leave A Reply