fbpx

স্ত্রীকে সন্তুষ্ট করতে সত্য গোপন করা যায়: মামুনুল হক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্ত্রীকে খুশি করতে প্রয়োজনে সত্য গোপন করা যায় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক।

নারায়নগঞ্জের রয়্যাল রিসোর্টে ধরা পড়ার ৫ দিন পর বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে মামুনুল বলেন, ‘আমি একাধিক বিয়ে করেছি ইসলামি শরিয়ত অনুযায়ী। বাংলাদেশের আইনেও একাধিক বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই। একজন পুরুষ চারটি বিয়ে করতে পারেন। আমি চারটি বিয়ে করলে কার কী?’

প্রথম স্ত্রীর সাথে ফোনালাপ ফাঁস হলে তাতে দেখা যায়, দ্বিতীয় বিয়ের কথা জানতেন না মামুনুলের প্রথম স্ত্রী। সে প্রসঙ্গে ফেসবুক লাইভে তিনি বলেন, ‘স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে।‘

আগেরদিন বুধবার ফেসবুক লাইভে এসে মামুনুল বলেন, ‘যারা আমার ব্যক্তিগত কথা সবার সামনে এনেছেন, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয় লঙ্ঘনের অভিযোগে মামলা করবো। ওইদিন নিজস্ব নিরাপত্তা না নিয়ে রিসোর্টে ঘুরতে যাওয়া ঠিক হয়নি।‘

মামুনুল হক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘ওইদিন বিশৃঙ্খল পরিস্থিতির জন্য স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।‘

উল্লেখ্য, ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে বেড়াতে যান হেফাজত নেতা মামুনুল হক। এমন সময় রিসোর্টটি ঘেরাও করেন স্থানীয় যুবলীগ কর্মীরা। সাথে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেয় মামুনুল।

রিসোর্টে মামুনুল বন্দি আছেন, এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হেফাজতে ইসলামের নেতা–কর্মীরা সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তারা মামুনুল হককে রিসোর্ট থেকে বের করে নিয়ে যায়।

এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেন। একটি মামলায় মামুনুল হককে আসামি করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply