fbpx

স্ত্রীসহ জনসম্মুখে কিম জং-উন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এক বছরেরও বেশি সময় পর জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। এ সময় কিমের সাথে ছিলেন স্ত্রী রি সোল-জু। দেশটির রাষ্ট্রিয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

মঙ্গলবার, দেশটির সাবেক নেতা ও কিমের বাবা জোং-ইলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি আনুষ্ঠানে যোগ দেন তারা। জোং-ইল ২০১১ সালে মারা যান।

এর আগে মাঝে মাঝে কিম জং উনের সাথে রিকে দেখা গেলেও গত বছর জানুয়ারির পর তিনিও প্রথম জনসম্মুখে এলেন। গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় কিম-রি দম্পতি সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান উপভোগ করছেন। এ সময় তাদের দুজনকেই হাস্যজ্জল দেখাচ্ছিল।

দীর্ঘ দিন লোকচক্ষুর আড়ালে থাকায়,রি’য়ের স্বাস্থ্য নিয়ে নানা রকম খবর চাউর হয়। অনেকেই বলেন তিনি সন্তান সম্ভবা বলে বাইরে আসছেন না। এবার সব জল্পনা-কল্পনারই অবসান হল।

গতকাল, দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্সি জানায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলে সন্তানদের সময় দিচ্ছেলেন রি সোল-জু।

যদিও দেশটিতে অফিসিয়ালভাবে করোনা সংক্রমণের এখনও কোনো খবর দেওয়া হয়নি। এ নিয়ে বিশেষজ্ঞদের সমালোচনার মুখেও রয়েছে দেশটি। তাদের দাবি করোনা শনাক্তের বিষয়ে সত্যি খবর চাপা দিয়ে রেখেছে উত্তর কোরিয়া।

Advertisement
Share.

Leave A Reply