fbpx

স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনায় মামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় চালকসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

৪ এপ্রিল মঙ্গলবার সকালে কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে বোটের চালক শাহ আলম, মালিক কান্দু মোল্লা, রেজাউল এবং স্পিডবোট ঘাটের ইজারাদার শাহ আলম খানকে।

স্পিডবোট দুর্ঘটনায় আহত চালক শাহ আলমকে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে পুলিশি হেফাজতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকালে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে স্পিডবোটটি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সেখান থেকে ২৬ জনের মৃত্যুদেহ উদ্ধার করা হয়।

Advertisement
Share.

Leave A Reply