fbpx

স্বপ্নের ফাইনালে ওঠার লড়াইয়ে ৫৬ রানে অলআউট আফগানিস্তান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোন আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। সেমিফাইনালের পর এবার আফগানদের স্বপ্ন ফাইনাল। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই ফাইনালে ওঠার লড়াইয়ে ৫৬ রানে অলআউট হয়ে গেছে রশিদ খানের দল। যা বিশ্বকাপের সেমিফাইনালে এখন পর্যন্ত সবচেয়ে কম রান।

বৃহস্পতিবার ত্রিনিদাদে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায় রশিদ খান। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের বোলিং তোপে ১১ ওভার ৫ বলেই অলআউট হয়ে যায় রহমানউল্লাহ গুরবাজরা।

ইনিংসের শুরুতেই আফগান শিবিরে আঘাত হানেন মার্কো ইয়ানসেন। গুরবাজ আউট হওয়ার এক ওভার পরই তিনে নামা গুলবদিন নাইবকে তুলে নেন ইয়ানসেন।  ওপেনারদের ফেরালেই যেন আফগানিস্তানের ব্যাটিং লাইন-আপ পুরোপুরি ব্যর্থ।চতুর্থ ওভারেই সবচেয়ে বড় ধাক্কা খায় আফগানরা। কাগিসো রাবাদার ওই এক ওভারেই ফেরেন মোহাম্মদ নবি আর ইব্রাহিম জাদরান।

পাওয়ার প্লেতে আফগানদের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ২৮ রান। থিতু হতে পারেনি মিডল অর্ডার ব্যাটররাও। শেষ ভরসা হিসেবে করিম জানাতকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন অধিনায়ক রশিদ খান। তবে এই দুই স্বীকৃত অলরাউন্ডারকেও বেশিক্ষণ টিকতে দেয়নি সাউথ আফ্রিকান বোলাররা। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থেমেেছ ৫৬ রানে। দলের হয়ে দুই অঙ্কের রান করেছেন একমাত্র আজমতউল্লাহ ওমরজাই।

প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন মার্কো জানসেন ও তাবরাইজ শামসি। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন আনরিখ নর্কিয়া ও কাগিসো রাবাদা।

Advertisement
Share.

Leave A Reply