fbpx

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বছর ঘুরে আবার মার্চ মাস চলে এসেছে। বাঙালির অনন্য অহঙ্কারের মাস এটি। স্বাধীনতার আনন্দে মেতে ওঠার উপলক্ষ্য। এবারের উপলক্ষ্যটি খুবই বিশেষ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর হলো অর্থাৎ  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

করোনাকালের এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ আবার নব প্রত্যাশায় হতে চায় বলীয়ান। স্বপ্ন দেখতে চায় ইতিবাচক ভবিষ্যতের। সমান উদ্দীপনায় রাঙাতে চায় সময়কে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’

ছবি : রঙ বাংলাদেশ

আজন্ম সৃজনশীল বাঙালির এই উদযাপন কেবল গল্প, গান,কবিতায় নয়, বরং বসনেও হয় সমানভাবেই স্মৃতিপূর্ণ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’র উদযাপনকে অন্য মাত্রা দিতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশের ঘরোয়া ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ হাউজ ‘রঙ বাংলাদেশ’। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া আমার বাংলাদেশ সাবব্র্যান্ডের অধীনে তৈরি হয়েছে সকল সামগ্রী।

অতিমারী কালের এই সময়ে স্বাধীনতার ৫০বছর পূর্তি উদযাপন সাশ্রয়ী করতে ৫০-৫০ অফারে রঙ বাংলাদেশ অনলাইনে ও ফেসবুক পেজে বাছাইকৃত পণ্যে দিচ্ছে ৫০% মূল্যছাড়। অফারটি চলবে ১৫-৩১ মার্চ পর্যন্ত।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’

ছবি : রঙ বাংলাদেশ

কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষ্যে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। রযেছে পরিবারের সবার জন্যে একই ধরনের ম্যাচিং পোশাক। সুতরাং এবার বাবা-মা, মা-মেয়ে, বাবা- ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদ্যাপন করতে পারবে এবারের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’র উৎসব।

সংগ্রহে রয়েছে যেমন পোশাক

মেয়েদের পোশাকের ভেতর রয়েছে- শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি, শাল, ওড়না, ব্লাউজ, ব্লাউজ পিস, আনস্টিচড থ্রি-পিস। ছেলেদের পোশাকের ভেতর রয়েছে- পাঞ্জাবি,কাতুয়া, শার্ট, টি-শার্ট, উত্তরীয়।

এছাড়াও ছোটদের পোশাকের ভেতর রয়েছে- থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট  কাপল ও ফ্যামিলি ড্রেস।

Advertisement
Share.

Leave A Reply