fbpx

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সেজেছে গুগল ডুডল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুগলের হোমপেজ সেজেছে লাল সবুজ রঙে। গুগলের হোম পেজে ঢুকলেই দেখা যাচ্ছে অ্যানিমেটেড এই বিশেষ ডুডল।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্যবহারকারীদের শুভেচ্ছা জানাতেই গুগল তার হোমপেজে এ  ডুডল করেছে।

সেই বিশেষ ডুডলে ক্লিক করলে দেখা যাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা মুক্ত আকাশে উড়ছে। আর পেছনে রয়েছে নীল-সাদা আকাশ। ডুডলে কার্সর রাখলে সেখানে ভেসে উঠছে, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্টস ডে ২০২১ ’।

আর ডুডলের ওপর ক্লিক করলে ইউজাররা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত সার্চ পেজে চলে যাচ্ছেন। সেখানে আজকের দিবসটি সম্পর্কে লেখা রয়েছে- আজ সরকারি ছুটি।

২৬ মার্চ রাত ১২ টার পর থেকে গুগল এই ডুডল প্রদর্শন শুরু করেছে। কয়েক বছর ধরেই ডুডল বিশেষ দিবসে ডুডল প্রকাশ করে থাকে। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল এই টেক  জায়ান্ট।

সাধারণত, বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে গুগল মানানসই নকশার লোগো তৈরি করে। একেই ডুডল বলা হয়।

Advertisement
Share.

Leave A Reply