fbpx

স্বাধীনতা দিবসে প্রকাশ করা হবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৬শে মার্চ স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংশোধিত নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। যাচাই বাছাইয়ে যারা তালিকায় স্থান পাননি এবং যারা আপিল করেছেন, তাদের আপিল নিষ্পত্তি হতে আরও সময় লাগবে বলেও জানান মন্ত্রী। আর রাজাকারদের সংশোধিত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে ১৬ই ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিজয় দিবসে।

৭ই মার্চ রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ‘ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘরের’ দুটি বাস উদ্বোধন করে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করা হয়নি জানিয়ে মন্ত্রী জানান, এ বিষয়ে নির্ধারিত কমিটি তাদের অনুসন্ধান শেষে যে প্রতিবেদন দেবেন, তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

Advertisement
Share.

Leave A Reply