fbpx

স্বাস্থ্যবিধি মেনে না চললে বাড়বে না বইমেলার সময়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মেলায় অংশ নেয়া প্রকাশনী ও দর্শনার্থীরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে, তাহলে বইমেলার সময় বাড়ানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

তিনি বলেন, ‘যারা বই বিক্রি করছেন তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। বিক্রেতাদের আমরা বলেছি, যারা বই কিনতে আসবেন তাদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। যার মাস্ক থাকবে না, তার কাছে বই বিক্রি করবেন না। মাস্ক না পরে আপনিও বই বিক্রি করবেন না।’

প্রকাশকদের উদ্দেশে মহাপরিচালক বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানলে প্রকাশকদের জবাবদিহির সম্মুখীন হতে হবে। যদি স্বাস্থ্যবিধি না মানা হয়, সে ক্ষেত্রে যা হবে, তারা যে মেলার সময় বাড়ানোর কথা ভাবছে সেটা বাড়ানো সম্ভব হবে না।’

করোনার সংক্রমণ বাড়ায় এবছর ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয়েছে অমর একুশে বইমেলা। মেলা উদ্বোধনের দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে মেলার সময় বাড়ানো হতে পারে।

Advertisement
Share.

Leave A Reply