fbpx

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণ শুরু করেছে বিআরটিএ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ বিরতির পর আটকে থাকা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণ শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরই অংশ হিসেবে প্রথমে আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।

গতকাল সোমবার (১১ অক্টোবর) থেকে বিআরটিএ’তে থাকা লাইসেন্স প্রিন্ট এবং সরবরাহের কাজ শুরু হয়েছে। তবে, লাইসেন্স বিতরণ কাজ শুরু হলেও একজন চালকের লাইসেন্স পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

বিআরটিএ’র সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক মাহবুব-ই-রব্বানী সংবাদমাধ্যমকে জানান, এরইমধ্যে সেনাবাহিনীর আওতায় মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লাইসেন্স ছাপানোর কাজ শুরু করেছে। শুরুতে আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ পরবর্তী ছয় মাসের মধ্যে শেষ করবে সংস্থাটি।

বিআরটিএ’র কর্মকর্তারা জানান, লাইসেন্স ছাপা হয়ে গেলে আবেদনকারী চালককে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীরা যে অফিসে লাইসেন্সের জন্য আবেদন করেছেন, সেই অফিস থেকেই তারা লাইসেন্স পাবেন। এগুলো প্রস্তুত হয়ে বিভিন্ন জেলায় সার্ভিস ডেলিভারি আউটলেটে পৌঁছাতে এবং আবেদনকারীদের হাতে দিতে তিন-চারদিন লাগবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা আরও জানান, সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরি প্রতিদিন প্রায় ৮ হাজারের মতো লাইসেন্স প্রিন্ট করবে। সিরিয়াল অনুযায়ী যারা প্রথমে আবেদন করেছে, তাদেরগুলো প্রথমে পাওয়া যাবে।

Advertisement
Share.

Leave A Reply