fbpx

স্মিথকে টপকে উইলিয়ামসন শীর্ষে!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দূরন্ত ফর্মে রয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে বছর শেষ করেছে তাঁর দল। ম্যাচ সেরা হয়েছেন কিউই অধিনায়ক। নতুন সুখবর, নতুন বছর শুরু করবেন টেস্টের সেরা ব্যাটসম্যান হয়ে।

স্মিথকে হটিয়ে র‌্যাংকিংয়ের টপে বসেছেন কিউই অধিনায়ক। সময়টা ভালো যাচ্ছেনা স্টিভেন স্মিথের। ভারতের বিপক্ষে দুই টেস্টে মাত্র ১০ রান করেছেন এই অজি ক্রিকেটার। ফলে বছরের শেষ দিন র‌্যাংকিংয়ে নেমে গেছেন ৩ এ। ২০১৫ সালের পর এই প্রথম সেরা দুইয়ে নেই স্মিথ। ৮৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন উইলিয়ামসন। ৮৭৯ পয়েন্ট নিয়ে ভিরাট কোহলি দ্বিতীয় স্থানে। স্মিথের পয়েন্ট ৮৭৭। অনেক দিন ধরেই টেস্টে সেরা ব্যাটসম্যানের জায়গাটা কখনো স্মিথ, কখনো দখলে রেখেছিলেন কোহলি।

এ দু’জনের কাছ থেকে এই জায়গা ছিনিয়ে নিতে উইলিয়ামসনের পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি এবং উইন্ডিজদের সাথে ডাবল সেঞ্চুরি অবদান রাখে। টেস্ট বোলিং র‌্যাংকিং সেরা প্যাট কামিন্স, অলরাউন্ডারে শীর্ষে বেন স্টোকস। আর ওয়ানডেতে সেরা অলরাউন্ডার হিসেবে যথারীতি বাংলাদেশের সাকিব আল হাসান।

Advertisement
Share.

Leave A Reply