fbpx

সড়কে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় ‘লাল কার্ড’ দেখিয়ে প্রতিবাদ করছে শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকে।

৪ ডিসেম্বর (শনিবার) দুপুরে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে এই লাল কার্ড প্রদর্শন করে এবং স্লোগান দেয়।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় শিক্ষার্থীরা। সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে এই লাল কার্ড কর্মসূচির ঘোষণা করেছে তারা।

গত ১১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) একটি স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। সেদিন থেকেই অর্ধেক ভাড়ার দাবিতে সড়কে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।

আন্দোলন চলাকালে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হয় কলেজের শিক্ষার্থী নাঈম। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবি যুক্ত করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

ইতিমধ্যে শিক্ষার্থীদের দাবির মুখে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। কিন্তু শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ সারা দেশে অর্ধেক ভাড়ার দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply