fbpx

সড়ক থেকে মাটি অপসারণের পর সাজেকে যান চলাচল স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

খাগড়াছড়ির সাজেকে পাহাড় ধসের ঘটনায় ৪ ঘণ্টা মাটি অপসারণের পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার ২টার পর বাঘাইহাট জোন থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘মঙ্গলবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে সাজেকে পাহাড় ধস হয়। আজ বুধবার সকাল ৮ টার দিকে ঘটনাটি শুনেছি। খবর পেয়ে সেনাবাহিনীর ২০ ইসিবির সদস্যরা সকাল ১০টার দিকে সড়ক থেকে মাটি অপসারণের কাজ শুরু করে। তাদের ৪ ঘণ্টা মাটি অপসারণের পর খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

এছাড়া এ ঘটনায় সাজেক প্রান্তে আটকে পড়া প্রায় দুই হাজার ও খাগড়াছড়ি প্রান্তে আটকে পড়া তিন হাজার পর্যটক গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার রাতে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের শুকনা নন্দারাম এলাকায় পাহাড় ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে পর্যটকবাহী শত শত গাড়ি আটকা পড়ে। এছাড়া স্থানীয়রাসহ আটকা পড়েন অনেক পর্যটক।

রাতে কাজ থেমে থাকলেও বুধবার সকালে খবর পেয়ে সড়কের ওপর পড়ে থাকা মাটি সরানোর কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় লোকজন। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনী।

Advertisement
Share.

Leave A Reply