fbpx

সড়ক দুর্ঘটনার এক তৃতীয়াংশের পেছনে মোটরসাইকেল দায়ী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের সড়ক দুর্ঘটনার প্রায় ৩২ শতাংশের জন্য মোটরসাইকেল দায়ী বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। মানসম্মত হেলমেট ব্যবহার করলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও কমানো সম্ভব বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত জাতিসংঘের নির্দেশিত মানের হেলমেটের উদ্বোধন অনুষ্ঠানে বেনজীর আহমেদ আরও বলেন, ‘গত ছয় মাসে দেশে ১ হাজার ৪৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ৪৭৮টি। গত ছয় মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৩৬ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে ২৩৯ জনের হেলমেট ছিল না। আর আহত হয়েছেন ৩০৫ জন, যাঁদের মধ্যে ২২৪ জনের হেলমেট ছিল না। মানসম্মত হেলমেট না থাকায় এত মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। আর সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশ পথচারী, বাইসাইকেল ও মোটরসাইকেল আরোহী।‘

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশই তরুণ। দেশে ব্যবহৃত হেলমেটের বড় অংশই মানসম্মত নয়। পুলিশি ঝামেলা এড়ানোর জন্য মোটরসাইকেলচালক ও আরোহীরা এগুলো ব্যবহার করেন। নিম্নমানের হেলমেট ব্যবহার বন্ধে নীতিমালা থাকা প্রয়োজন। যাতে আমদানিকারকেরা এসব আমদানি করতে না পারে। এ জন্য দেশেই মানসম্মত হেলমেট তৈরিতে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে।‘

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘দেশে ব্যবহৃত হেলমেটের মান নির্ধারণের কাজ হচ্ছে। এ লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply