fbpx

হংকংয়ের জন্য বিশেষ ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হংকংয়ের বাসিন্দাদের জন্য বিশেষ ভিসা চালু করছে যুক্তরাজ্য। ৩১ ডিসেম্বর, রবিবার থেকে চালু হচ্ছে এই ভিসা ব্যবস্থা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ধারণা করা হচ্ছে নতুন এই ভিসা ব্যবস্থায় প্রায় তিন লাখ মানুষ হংকং ছেড়ে যাবে । হংকংয়ের ব্রিটিশ ন্যাশনাল (বিদেশি) পাসপোর্টধারী ও তাদের স্বজনরা স্মার্টফোনের একটি অ্যাপ ব্যবহার করে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, যুক্তরাজ্যের সাবেক উপনিবেশের ইতিহাস ও বন্ধুত্বের গভীর সম্পর্কের সম্মান জানিয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে বিএনও পাসপোর্টকে আর ভ্রমণ নথি হিসেবে বিবেচনা করা হবে না। এরপর তাদের আরও পদক্ষেপ নেওয়ার এখতিয়ারও আছে বলেও সতর্ক করে বেইজিং।

বেইজিং হংকংয়ে নতুন নিরাপত্তা আইন চালুর পর গত জুলাইতে সেখানকার বাসিন্দাদের নতুন ভিসা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য। এরই মধ্যে হংকংয়ের প্রায় সাত হাজার বাসিন্দা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। তবে একই পদক্ষেপ যেন যুক্তরাষ্ট্র না নেয় সে বিষয়ে সতর্ক করেছে চীন।

Advertisement
Share.

Leave A Reply