fbpx

হজে যেতে আর কোনো বাধা থাকবে না: ধর্ম প্রতিমন্ত্রীর আশাবাদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছর করোনাভাইরাস ও বয়সের কারণে অনেকেই হজে যেতে পারেননি। তবে আগামী বছর ৬৫ বছরের বেশি বয়সীদের হজে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকবে না। এছাড়া আগের মতো বিধি-নিষেধও থাকবে না। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমনটি আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত হজে বাংলাদেশ থেকে অনেক কম মানুষ হজ করতে পেরেছেন। সৌদি সরকারের সঙ্গে আমাদের যতটুকু কথা হয়েছে, এবার হয়তো আগের মতো বিধি-নিষেধ থাকবে না।

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরইমধ্যে তাদের কাছে জানতে পেরেছি। ৬৫ বছরের বেশি বয়সীদের যদি হজ পালনে বাধা না থাকে তাহলে আমাদের সিরিয়াল মেইনটেইন করা সহজে হয়ে যাবে।

গত বছর ৬৫ বছরের বেশি বয়সী ১০ হাজার মানুষ হজে যেতে পারেননি বলেও জানান তিনি।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দ্রুত প্রাক-নিবন্ধন করার পরামর্শ দিয়ে ফরিদুল হক খান বলেন, হয়তো এখনও আগামী বছর হজে যাওয়ার সুযোগ রয়েছে। হয়তো ১০ দিন পর সেটা থাকবে না। ১২ হাজার হয়তো পার হয়েছে। সরকারিভাবে হয়তো সর্বোচ্চ ১৫ হাজার পেতে পারি। আগামী বছরের (২০২৩ সাল) জুনের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Advertisement
Share.

Leave A Reply