fbpx

হঠাৎ পড়ে গেলেন বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার(১ জুন) হঠাৎ স্টেজে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতক অনুষ্ঠানে ডিপ্লোমা (ডিগ্রি) হস্তান্তর অনুষ্ঠানে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান বাইডেন। এরপর নিরাপত্তা রক্ষীরা তাকে দু’হাত ধরে টেনে তোলেন। তবে এ ঘটনায় তিনি কোনও আঘাত পাননি বা তার কোনও ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর বিবিসি।

জো বাইডেনের বর্তমান বয়স ৮০ বছর। তিনিই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট।

জানা গেছে, বাইডেন ওই অনুষ্ঠানে ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সাথে করমর্দন করেছেন। এজন্য প্রায় দেড় ঘণ্টা ধরে তাকে পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হয়েছিল।

বাইডেন বর্তমানে ভাল আছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক বেন লাবোল্ট ।

বৃহস্পতিবার বাইডেনের ‘হোঁচট ও পড়ে যাওয়ার’ বিষয়ে বেন লাবোল্ট টুইটারে লিখেছেন, ‘যখন প্রেসিডেন্ট করমর্দন করছিলেন, সেখানে মঞ্চে একটি বালির ব্যাগ ছিল।’

ওই অনুষ্ঠান শেষে হোয়াইট হাউসে ফেরার সময় হাস্যরত বাইডেন সাংবাদিকদের কাছে মজা করে বলেন, ‘আমি বালির বস্তায় আটকে গিয়েছিলাম।’

হোয়াইট হাউসের একটি প্রেস পুল রিপোর্টে বলা হয়, বাইডেন মঞ্চে চলাচলের সময় একটি কালো বালির ব্যাগে হোঁচট খেয়ে পড়ে যান।

Advertisement
Share.

Leave A Reply