fbpx

হরতালে বাস চালাবে পরিবহন মালিক সমিতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হেফাজত ইসলামের রবিবারের ডাকা হরতালকে উপেক্ষা করে ঢাকাসহ আন্তঃজেলা রুটে বাস, মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

২৭ মার্চ শনিবার সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ বিষয়ে বৈঠকে বসেন সংগঠনের নেতারা। বৈঠকে সকল রুটে বাস চালানোর সিদ্ধান্ত হয় বলে জানান, সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে লোকসান করতে চাননা বলে জানান পরিবহন ব্যবসায়ীরা।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে,গতকাল থেকে বিক্ষোভে করছেন ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। বিক্ষোভে সংঘর্ষে হেফাজতের কর্মীদের মধ্যে ৫জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এরই প্রেক্ষিতে আগামীকাল রবিবার সারা দেশে হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তাদের হরতালে বাধা দিলে কঠোর কর্মোসুচিরও ঘোষণা দেয় দলটি।

Advertisement
Share.

Leave A Reply