fbpx

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন নিপুণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছিল আপিল বোর্ড। এই রায়ের বিরুদ্ধে জায়েদ খান হাইকোর্টে আপিল করেন। সেই মোতাবেক হাইকোর্ট জায়েদ খানের পদ বহাল থাকবে বলে রায় দেন এবং নিপুণের পদ স্থগিত করেন। হাইকোর্টের করা আদেশের বিরুদ্ধে আজ (৮ ফেব্রুয়ারি) আবার আপিল করেছেন নিপুণ।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

সোমবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।

৬ ফেব্রুয়ারি নিপুণের শপথ গ্রহণের পর সবাই ধরেই নিয়েছিলেন সমাপ্ত হয়েছে নির্বাচনী ডামাডোল। কিন্তু জায়েদ তো নাছোড় বান্দা, আগেই ঘোষণা দিয়েছিলেন আপিল বোর্ড অবৈধ। শেষ পর্যন্ত হাইকোর্টও দেখালেন নিপুণকে।

 

Advertisement
Share.

Leave A Reply