fbpx

হাবিবের কবিতা ‘খুকি আর ঝুমকো জবা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হাবিবের জন্ম টাঙ্গাইলে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। পেশাজীবনে একজন চলচ্চিত্র নির্মাতা। সম্প্রতি সরকারি অনুদানে ‘সাইকেল বালক’ নামে একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন। কবিতা, গল্পসহ কথাশিল্পের সব মাধ্যমেই তিনি সক্রিয়। বিবিএস বাংলা’র পাঠকদের জন্য তিনি লিখেছেন কবিতা ‘খুকি আর ঝুমকো জবা’।

– কি দেখিস?
– প্রথম ভুল
– নাম কি?
– বনের ফুল
– ভালো নাম?
– ঝুমকো জবা
– কিছু চাস?
– আমারে নিবা?
– যদি নিই?
– পূর্ণ হবো
– আর আমারে?
– ভালোবাসবো
– কতটুকু?
– একরত্তি
– পারবি তো?
– সত্যি সত্যি
– বন্ধু নেই?
– লাজুক লতা
– তার সাথে কি?
– গোপন কথা
– কোথায় ও?
– লুকিয়েছে
– আমারে দেখে?
– লজ্জা পেয়েছে
– বয়স কত তোর?
– দুই সকাল
– কি পড়েছিস?
– রক্তজামা লাল
– ছিঁড়লে ব্যথা পাবি?
– ভুলে যাবো
– বেলা ফুরালে?
– জলে ভাসবো
– জল কোথায়?
– নদীর বুকে
– নদী নিবে?
– হাসিমুখে
– কেমনে যাবি?
– বেঁণী ঝুলে
– এত লক্ষী তুই?
– কেবল তুমি এলে…

Advertisement
Share.

Leave A Reply