fbpx

হারুন অর রশীদ ডিএমপির ডিবি প্রধানের দায়িত্বে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি একেএম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হলেন। গত বছরের মে মাসে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান হারুন অর রশীদ। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি। গতকাল এ বিষয়ে আদেশ জারি করেছে ডিএমপি।

কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে মোহাম্মদ হারুন অর রশীদকে এ দায়িত্ব দেয়া হয়। একই আদেশে আরো দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একেএম হাফিজ আক্তারকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির লজিস্টিকস, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

ট্রাফিকে অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে মো. মুনিবুর রহমান এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন মো. আসাদুজ্জামান।

Advertisement
Share.

Leave A Reply