fbpx

হারের ‘এক হালি’ পূরণ করলো টাইগাররা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমের দল।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ইনফর্ম ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। পাওয়ারপ্লেতে তাদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪৬ রান। এই জুটি মিলে করেছেন ১০১ রান! ১৩ তম ওভারে হাসান মাহমুদের বলে আউট হওয়ার আগে বাবর ৪০ বলে করেন ৫৫ রান। একই ওভারে রানের খাতা খোলার আগেই হায়দার আলীকে ফিরিয়ে দেন হাসান।

বাবরের পর রিজওয়ানও ফিফটির দেখা পেয়েছেন, ৫৬ বলে করেছেন ৬৯ রান। এছাড়াও, মোহাম্মদ নেওয়াজ ২০ বলে করেছেন অপরাজিত ৪৫ রান। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই ১৭৭ রান করে ম্যাচ জিতে নেয় ‘মেন ইন গ্রিনরা’। টাইগারদের পক্ষে ২ উইকেট নিয়েছেন হাসান এবং ১ উইকেট পেয়েছেন সৌম্য সরকার।

এর আগে প্রথম ইনিংসে লিটন দাসের ৪২ বলে ৬৯ এবং সাকিব আল হাসানের ৪২ বলে ৬৯ রানের ইনিংসে বাংলাদেশ তোলে ১৭৩ রান।

Advertisement
Share.

Leave A Reply