fbpx

হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার পাশাপাশি ঢাকায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ধারণা করা হচ্ছে, এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর এ বিষয়ে নিশ্চিত হতে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পাঠানো হয়েছে আইইডিসিআরে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি সময়ে রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১২ জন। তাদের মধ্যে ৪০৯ জনই অর্থাৎ ৯৯ শতাংশেরও বেশি রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর এখন পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ১ হাজার ৩৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে চলতি মাসেই ভর্তি হয়েছেন ১ হাজার ১৩ জন।

এদিকে দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি নিয়ে সঙ্কায় রয়েছেন স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির বিষয়টি নিয়েও দুশ্চিন্তায় তারা।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এডিস মশার প্রজনন কাল, জমে থাকা পানিতে এডিস মশা লার্ভা ছাড়ে। তাই ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তি ও পারিবারিক সচেতনতা বেশি জরুরি।

বর্তমানে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৩৮ জন। ঢাকা শিশু হাসপাতালে ১৯ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ৪ জন, পুলিশ হাসপাতাল রাজারবাগে ১ জন, বিজিবি হাসপাতালে ১ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে রয়েছেন ৯ জন ডেঙ্গু রোগী। এছাড়া, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১২ জন।

Advertisement
Share.

Leave A Reply