fbpx

হিজাব ইস্যুতে সরব প্রিয়াঙ্কা ও মালালা, কর্ণাটকে তিন দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের কর্ণাটকে হিজাব হিস্যুতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বাসাভরাজ।

কর্ণাটকরের রাজধানী বেঙ্গালুরুর সব শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে কোনো ধরনের জমায়েত দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পুলিশ। বুধবার বেঙ্গালুরু পুলিশ এই আদেশ দেয়।

সোমবার হিজাব পরা এক মুসলিম ছাত্রী গেরুয়া উত্তরিয় পরা এক দল ছাত্রের কাছে উত্ত্যক্ত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরই শুরু হয় ব্যাপক সমালোচনা।

হিজাব নিয়ে বিতর্কের মুখে সরব হয়েছেন দেশটির কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এক টুইটার পোস্টে তিনি লেখেন, ‘ বিকিনি, ঘোমটা, জিন্স বা হিজাব- নারী কি পোশাক পরবেন তা একান্তই ব্যক্তিগত পছন্দ। ভারতের সংবিধান তাদের এই অধিকার দিয়েছে। নারীদের হয়রানি করা বন্ধ করুন।’

আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মুখ খুলেছেন পাকিস্তানের নোবেল বিজয়ী নারী অধিকারকর্মী মালালা ইউসুফ। কর্ণাটকের ছয় জন স্কুল ছাত্রীর হিজাব পরার অধিকারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে সমর্থন করেন তিনি।

https://www.facebook.com/bbsbangla.news/videos/271766621593069

Advertisement
Share.

Leave A Reply