fbpx

হুইল চেয়ারে বসেই নৃত্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তাইওয়ানে হয়ে গেল একটি ভীন্নধর্মী নৃত্য প্রতিযোগিতা। নিউ তাইপেই সিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয়া সব প্রতিযোগীই শারীরিক প্রতিবন্ধী। হুইল চেয়ারে বসেই নেচেছেন তারা।

প্রতিযোগীদের এক জন ৬০ বছর বয়সী রোজি। দীর্ঘ চার বছর ধরে তিনি হুইল চেয়ারে বসে নাচের চর্চা করছেন।

বার্তা সংস্থা এফপিকে রোজি জানান, ‘তিন বছর বয়সে পোলিও হয়েছিল আমার। খুব ছোট ছিলম বলে তখন খুব একটা সমস্যা হয়নি। এক সময় দেখলাম আমি বুড়িয়ে যাচ্ছি। আমার চলাফেরা খুব কঠিন হয়ে যাচ্ছে। তখন আমার মা ও ভাই নাচ শিখছিল। আমার দেখে হিংসে হত।’

আর সেখান থেকেই নাচের ওপর ভালবাসা তৈরি হয় রোজির।  রোজির মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আরও অনেকে।

হুইল চেয়ারে বসে নাচের বিকাশ শুরু হয় ১৯৬৮ সালে, সুইডেনে।

Advertisement
Share.

Leave A Reply