fbpx

হুট করে পরীক্ষা স্থগিতের ঘোষণায় সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নোটিশ ছাড়া হঠাৎ করেই পরীক্ষা স্থগিত করায় রাস্তায় নেমে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নীলক্ষেত এলাকায় তারা বিক্ষোভ করেন। তারা এসময় রাস্তা অবরোধ করেন। ফলে নীলক্ষেত ও তার আশে পাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাবির ভিসি চত্বরের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, পূর্ব সূচি অনুযায়ী শনিবার সকালে পরীক্ষা দিতে এসেছিলেন তারা। তখন তারা শোনেন পরীক্ষা হবে না। অথচ আজকেই তাদের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তাই কোনো ঘোষণা না দিয়ে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এক শিক্ষার্থী বলেন, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। শেষ পরীক্ষার দিন তা আবার স্থগিত করে দেয়া হলো।

আরেক শিক্ষার্থী বলেন, ‘নোটিশ না দিয়ে কেন হঠাৎ পরীক্ষা স্থগিত করে দেয়া হলো, তা আমরা  বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে জানতে চাই।‘

Advertisement
Share.

Leave A Reply