fbpx

হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আপনি কোন অ্যাপকে বেছে নিচ্ছেন?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বর্তমান সময়ে তরুণদের পছন্দের তালিকার শীর্ষে ছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু সম্প্রতি এই অ্যাপটি তাদের প্রাইভেসিতে পরিবর্তন এনেছে। সেখানে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করতে হবে। অন্যথায় কতৃপক্ষ অ্যাপটি বন্ধ করে দেবে। ফলে বেশিরভাগ মানুষই এই সিদ্ধান্তের ওপর নাখোশ হয়েছেন। আর এর বিকল্পও খুঁজতে শুরু করেছেন।

আপনি নিজেও যদি এর বিকল্প কিছু খুঁজে থাকেন, আশা করি এই প্রতিবেদন থেকে আপনি কিছুটা হলেও সহায়তা পাবেন।

টেলিগ্রাম

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই টেলিগ্রামকে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে মনে করছে। হোয়াটসঅ্যাপের সব ফিচারই এখানে পাওয়া যাবে। বাড়তি সুবিধা হিসেবে এতে সর্বোচ্চ এক লাখ মানুষ যুক্ত করার সুবিধা রয়েছে। এছাড়া অ্যাপটিতে এক দশমিক পাঁচ গিগা পর্যন্ত ফাইল শেয়ার, পাবলিক চ্যানেল, পাসকোড লক, সেলফ ডেসট্রাকটিং মেসেজসহ আরও ফিচার রয়েছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ তিন প্লাটফর্মেই ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আপনি কোন অ্যাপকে বেছে নিচ্ছেন?

ছবি : সংগৃহীত

সিগন্যাল

হোয়াটসঅ্যাপের বিকল্প আরেকটি অ্যাপ হচ্ছে ‘সিগন্যাল’। নিজেদের তথ্য সুরক্ষিত রাখতে আপনি নিশ্চিন্তে অ্যাপটি ব্যবহার করতে পারেন। ‘সিগন্যাল’ ফাউন্ডেশন মূলত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন প্রযুক্তি সরবরাহে কাজ করে। এছাড়া ‘সিগন্যাল’এ রয়েছে বেশ কিছু সুরক্ষা সুবিধাও। যেমন এটি সেলফ ডেসট্রাকটিং ম্যাসেজেস এবং স্ক্রিন সিকিউরিটি দেবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএসে ডাউনলোড করা যাবে।

হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আপনি কোন অ্যাপকে বেছে নিচ্ছেন?

ছবি: সংগৃহীত

বিপ

তুরস্কের ম্যাসেজিং অ্যাপ ‘বিপ’ এরই মধ্যে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশের তরুণ প্রজন্ম গণহারে এই অ্যাপ ডাউনলোড করছে। আর এরই মধ্যে এই অ্যাপের জনপ্রিয়তা বাকি সব অ্যাপকে ছাড়িয়েও গেছে। এই অ্যাপের জনপ্রিয়তার কারণ বিশ্লেষণে দেখা গেছে, মানুষ এখন প্রাইভেসি নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। অন্যান্য অ্যাপগুলোর তুলনায় বিপের নিরাপত্তাবেষ্টনী বেশ শক্তিশালী।

হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আপনি কোন অ্যাপকে বেছে নিচ্ছেন?

ছবি : সংগৃহীত

বিপ অ্যাপ কর্তৃপক্ষ থেকে জানা গেছে, এখানে সিক্রেট চ্যাট করার ব্যবস্থাও রয়েছে। কোনো ব্যবহারকারী যদি নির্দিষ্ট সময় পরে স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে দিতে চান, তাহলে সে অনুযায়ী অ্যাপটিতে সময় সেট করা যাবে।

ডিসকর্ড

আরেকটি ভিন্নধর্মী অ্যাপ আছে, যা হলো ‘ডিসকর্ড’। এই অ্যাপটিকে গেমারদের একটি প্লাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এটি হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে চ্যাটিংয়ের কাজেও ব্যবহার করা যেতে পারে।  ব্যক্তিগত ম্যাসেজ, জিআইএফ, ছবি এবং বিভিন্ন ডকুমেন্ট পাঠাতে ডিসকর্ড ব্যবহার করা যাবে। এছাড়া, এতে আছে হোয়াটসঅ্যাপের মতো ভিডিও এবং অডিও কলের সুবিধাও।

হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আপনি কোন অ্যাপকে বেছে নিচ্ছেন?

ছবি : সংগৃহীত

অ্যাপটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন।

Advertisement
Share.

Leave A Reply