fbpx

১০ দিনে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছে ৬৮ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা গেছেন। এদের মধ্যে কয়েকজন করোনা আক্রান্ত ও কারো কারো মাঝে করোনাভাইরাসের উপসর্গ ছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা গেছে, এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচজন। বাকি দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (২ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এই হাসপাতালে গত ২৪ মে থেকে ২ জুন পর্যন্ত এই ১০ দিনে করোনা ইউনিটে ৬৮ জন রোগী মারা গেছেন। এই ৬৮ জনের মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, রাজশাহীর তিনজন ও নাটোরের একজন রয়েছেন। তাঁদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে খোঁজ নিয়ে দেখা গেছে, ঈদের পর থেকে এখানে উদ্বেগজনক হারে মৃত্যু বাড়ছে। শেষ ১০ দিনেই এখানে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply