fbpx

১২ কেজি এলপিজির দাম কমছে ৯৩ টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজির প্রতিটি সিলিন্ডারেরে দাম ৯৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

২ জুন (বৃহস্পতিবার) বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর করা হবে। এতে করে এখন থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম দাঁড়ালো ১ হাজার ২৪২ টাকা। এর আগে দাম ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

এ সময় বিইআরসির চেয়ারম্যান জানান, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য এক হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বুধবার রাতে সৌদি আরামকো কোম্পানি তাদের দাম ঘোষণা করেছে। আমরা সারা রাত সদস্যরা বসে দাম সমন্বয় করেছি।’

Advertisement
Share.

Leave A Reply