fbpx

১২ জুলাই থেকে সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল সোমবার (১২ জুলাই) থেকে সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে। আর মঙ্গলবার (১৩ জুলাই) থেকে দেশের ১২টি সিটি করপোরেশনে মর্ডানার টিকা দেওয়া হবে। রবিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে বলেও বুলেটিনে জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রবাসীরা আগামী পরশু থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। তাদের ঢাকায় আসতে হবে না। পাশাপাশি সাধারণ নাগরিকও মডার্নার টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হক বলেন,যারা অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন কিন্ত দ্বিতীয় ডোজ পান নি, তাদের আরেকটু অপেক্ষা করতে হবে। দেশে জুলাই বা আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply