fbpx

১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ৫-জি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকারি মোবাইল অপারেটর টেলিটক দেশে আগামী ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫-জি। এরইমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন।

আজ শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিটিসিএল এক্সচেঞ্জ ভবনে আয়োজিত ‘ফাইভ-জি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় এ কথা জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক।

এমডি সাহাব উদ্দিন জানান, ঢাকার ছয়টি জায়গায় আগামী ১২ ডিসেম্বর ফাইভ-জির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। এরপর গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে ঢাকায় ২০০টি জায়গায় ৫-জি চালু করা হবে। পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানেও ৫-জি সেবা বাড়ানো হবে। পাশাপাশি, গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান সাহাব উদ্দিন।

কর্মশালায় ফাইভ-জির প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন টেলিটকের বিক্রয়, বিতরণ ও গ্রাহক সম্পর্ক বিভাগের মহাব্যবস্থাপক (জি এম) শেখ ওয়াহিদুজ্জামান, টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে ও টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement
Share.

Leave A Reply