fbpx

১২-১৩ এপ্রিল চলবে লকডাউনের ধারাবাহিকতা : ওবায়দুল কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত প্রথমধাপের সাত দিনের বিধিনিষেধের শেষ দিন আজ। আর ১৪ এপ্রিল থেকে দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে এরইমধ্যে। তবে, মাঝখানের এই দু’দিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল প্রথম ধাপের ধারাবাহিকতায় বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার (১১ এপ্রিল) সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ১৪ এপ্রিল থেকে দেশে যেহেতু সর্বাত্মক লকডাউন শুরু হবে, তাই মাঝের দু’দিন অর্থাৎ সোম ও মঙ্গলবারও আগের ধাপের কঠোর বিধিনিষেধ অনুযায়ী চলতে হবে। আর বুধবার থেকে শুরু হবে কঠোর লকডাউন।

 

Advertisement
Share.

Leave A Reply