fbpx

১৫ মাস পর বড় পর্দায় পরী, ৪০ হলে ‌’মুখোশ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় ১৫ মাস পর বড় পর্দায় নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার পরীমণি।

২০২০ সালের ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তার সর্বশেষ ছবি ‘বিশ্বসুন্দরী’।

ইফতেখার শুভর ‘মুখোশ’ চলচ্চিত্রটি দিয়ে হলে ফিরছেন এই তারকা। ৪ মার্চ শুক্রবার ঢাকাসহ দেশের ৪০টি সিনেমা হলে ছবিটি দেখতে পাবেন দর্শক। ছবিটির মুক্তি উপলক্ষে ২ মার্চ এক প্রিমিয়ার শোর আয়োজন করেছিল ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ব্যাচেলর ডট কম।

প্রিমিয়ারে উপস্থিত হয়ে ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ‘প্রীতিলতা’র অভিনেত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন রোশান, মোশাররফ করিম, আবুল কালাম আজাদসহ এই ছবির নির্মাতা ও কলাকুশলীরা।

ছবিটিতে আরও অভিনয় করেছেন, ইরেশ যাকের, প্রাণ রায়, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

সরকাররি অনুদানের এই ছবিটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

মুক্তির অপেক্ষায় রয়েছে পরী অভিনীত, ‌’গুণিন’, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‌’প্রীতিলতা’, ‌’মা’ ছবিগুলো।

১৫ মাস পর বড় পর্দায় পরী, ৪০ হলে ‌’মুখোশ’

Advertisement
Share.

Leave A Reply