fbpx

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সব কেন্দ্রে এবার ইভিএমে ভোট গ্রহণ করা হবে। একই দিনে, টাংগাইল-৭ শূন্য আসনের উপনির্বাচন এবং ৫টি পৌরসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো নোয়াখালী, নাটোর ও নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা এবং চট্টগ্রামের বাঁশখালি।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে কমিশন সভা শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর এবং ২০ ডিসেম্বর মনোনয়ন বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর এবং ভোট হবে ১৬ জানুয়ারি।

এছাড়া, ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে ইসি।

এদিকে, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর ও মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।

Advertisement
Share.

Leave A Reply