fbpx

১৭ কেজি ওজনের অজগরটি ছাড়া হলো বনে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের অরণ্যে একটি অজগর অবমুক্ত করেছে বনবিভাগ। শনিবার (৩ ডিসেম্বর) ১৫ ফুট ৩ ইঞ্চি দীর্ঘ এবং প্রায় ১৭ কেজি ওজনের অজগরটি ছেড়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

তিনি জানান, শুক্রবার কাপ্তাই হ্রদে মাছ ধরতে গেলে জেলেদের জালে ধরা পড়ে অজগরটি। খবর পেয়ে কাপ্তাই বন বিভাগের সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

পরে প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার দুপুরে বনকর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে সেটিকে অবমুক্ত করেন।

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকটি অজগর ও অন্যান্য বন্যপ্রাণী এ বনে অবমুক্ত করে বনবিভাগ।

Advertisement
Share.

Leave A Reply