fbpx

১৭ ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলালিংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পুঁজি বিনিয়োগ, স্পেকট্রাম ক্রয় এবং সারাদেশে ফোরজি নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলালিংককে ১২০০ কোটি টাকা ঋণ দিচ্ছে ১৭টি ব্যাংক। ৫ বছরের মেয়াদে সিন্ডিকেটেড টার্ম লোনের জন্য মঙ্গলবার বাংলালিংকের সাথে এই ব্যাংকগুলোর চুক্তি হয়।

এই উদ্যোগে ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার, বুক রানার ও এজেন্ট অব দ্যা লোন হিসেবে সহযোগীর ভূমিকা পালন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। অন্য ব্যাংকগুলো হচ্ছে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, ডাচ্–বাংলা ব্যাংক, হাবিব ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউসিবি।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৭টি ব্যাংকের প্রধান কর্মকর্তাদের সাথে এই চুক্তি স্বাক্ষর করেন।

এই ঋণ চুক্তির আওতায় নেওয়া তহবিল বাংলালিংকের পুঁজি বিনিয়োগ, স্পেকট্রাম ক্রয় এবং সারাদেশে ফোরজি নেটওয়ার্ক আধুনিকায়নে ব্যবহার করা হবে।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘আমরা যে বিনিয়োগ করতে যাচ্ছি, তা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি প্রতিফলন। ভবিষ্যতে প্রবৃদ্ধির লক্ষ্যে দেশের অন্যতম সেরা ব্যাংকগুলিকে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ আমাদেরকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যের দিকে এগিয়ে নেবে। এটি আমাদেরকে বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আরও বেশি সক্ষম করে তুলবে।’

ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আলি রেজা ইফতেখার বলেন, ‘দেশে ডিজিটাল উদ্যোগের উন্নয়নে অর্থায়ন ও সহযোগিতার ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক প্রথম সারিতে রয়েছে। আমি আন্তরিক সহযোগিতা ও সঠিক সময়ে এই চুক্তি সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী সকল ঋণদাতাকে ধন্যবাদ জানাতে চাই।’

বাংলালিংক-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার চেম ভেলিপাসাওগ্লু বলেন, ‘এই অর্থায়ন বাংলালিংক-এর জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। কারণ, এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি করবে। বাংলালিংক-এর অগ্রগতির জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর সহযোগিতা দেখে আমরা আনন্দিত।’

Advertisement
Share.

Leave A Reply